জাতীয়
নবীনগরের ( বি বাড়ীয়া ৫) নির্বাচনে ডঃ মিজানুর রহমানের আবেদন ।

নবীনগরের ( বি বাড়ীয়া ৫) নির্বাচনে ডঃ মিজানুর রহমানের আবেদন ।
আমার প্রিয় জন্মভূমি বি বাড়ীয়া ৫, নবীনগরে মহাজোটের নৌকা প্রতীক পেয়েছেন বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা , বিসিস্ট শিল্পপতি জনাব এবাদুল করিম বুলবুল ভাই। তিনি একজন শান্তমেজাজের , সজ্জন ও পরহেজগার ব্যক্তি। ২৬ জন নমিনেশন চেয়ে পেয়েছেন তিনি। সুতরাং তিনি অবশ্যই যোগ্য ও ভাগ্যবান। ৪০ বছর সক্রিয় আওয়ামী রাজনীতি করেও আমি নমিনেশন ফরম কেনারই সাহস করলাম না। সুতরাং যিনি নমিনেশন পেয়েছেন তাকে হিংসা করে মোটেই লাভ নেই। দেশে মহাজোট বহাল থাকা সত্বেও আমাদের নবীনগরে জাতীয়পার্টি ও জাসদ নিজ নিজ দলীয় প্রতিকে নির্বাচন করছেন – যা অতীব দুঃখজনক। তারা ভাল করেই জানে যে তারা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হবেন। তাদেরকি উচিত ছিল না – নৌকার পক্ষে কাজ করা ? নিজ দলের খুব কম ভোট থাকা সত্বেও জাসদের
জি আ খোকন ভাই একবার এমপি হয়েও সন্তুষ্ট থাকতে পারলেন না কেন তা আমার কোন মতেই বোধগম্য হচ্ছে না। আমাদের ভালবাসা কি তার আর দরকার নাই? ফয়জুর রহমান বাদল সাব খুব অল্প সময় রাজনীতি করেই এমপি হয়েছেন। ত্যাগী নেতাকর্মীদের সবাইকে যথাযথ মূল্যায়ন না করেই নিজেই দলের সভাপতি হয়েছেন। তবে শতভাগ সত্য কথা হলো – গত ৫ বছরে নবীনগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশুমার কাজ করেছেন । আপনি নমিনেশন পাইলে কি আমরা মুজিব সৈনিকরা আপনার পক্ষে থাকতাম না? ভবিষ্যতে আমাদের ভালবাসা কি আপনার দরকার নাই ? নির্বাচনের বাকী ৯ দিন। নৌকার পক্ষে আপনার বলিস্ঠ ভূমিকা দেখছি না। বুলবুল ভাই যদি অগ্রিম ঘোষণা দিতেন যে এমপি হওয়ার পর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হবেন না , তাহলে অনেকেই খুশী হবে। ৭০ এর নির্বাচন হলো স্বাধীনতা অর্জন করার , আর এবারের নির্বাচন হলো স্বাধীনতা রক্ষা করার। আমাদের সর্বোচ্চ মেধা , শ্রম ও শক্তি ব্যবহার করে নৌকার কাঙ্খিত বিজয় ছিনিয়ে আনতে হবে। ২০০১ থেকে ২০০৬ এর লোমহর্ষক অত্যাচার, ২১ শে আগস্টের গ্রেনেড হামলা , সিরিজ বোমা, ১৪ ও ১৫ এর পেট্রোল বোমার কথা আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু – ডাঃ মিজানুর রহমান , MBBS, FCGP, MPH, DMU.
স্বাস্থ্য সম্পাদক , নবীনগর উপজেলা আওয়ামীলীগ ।
সাবেক সভাপতি , ছাত্রলীগ এস এস এম সি, মিটফোর্ড মেডিকেল ১৯৮৬-৮৮,