
নবনির্বাচিত যুবলীগের সভাপতি ও সম্পাদক কে অভিনন্দন জানান চান্দিনা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক।
নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম মুন্সী ও যুগ্ম আহবায়ক জনাব গিয়াস উদ্দিন।
সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুবলীগের কর্নধার হিসেবে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য।
যুবলীগের এই কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সোমবার এক বিবৃতিতে আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম মুন্সী ও যুগ্ম আহবায়ক জনাব গিয়াস উদ্দিন জানান, শিক্ষিত মার্জিত যোগ্য নেতাদের নিয়ে কেন্দ্রীয় যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দুইজনেই পরিচ্ছন্ন রাজনীতিবিদ । তাদের যোগ্য নেতৃত্ব যুবলীগ অন্যতম শ্রেষ্ঠ সংগঠনে পরিণত হবে।
এর আগে যুবলীগের সম্মেলন উপলক্ষে গত ২৩ নভেম্বর ভোরে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক এর নেতৃত্বে নেতাকর্মীদের গাড়ি বহর নিয়ে সম্মেলনে যোগদান করেছিলেন