জাতীয়

দেশের ক্রান্তিকালে এগিয়ে এসেছে দেশীয় শিল্প গ্রুপ।

দেশের ক্রান্তিকালে এগিয়ে এসেছে দেশীয় শিল্প গ্রুপ।

 

আকিজ গ্রুপ এক সপ্তাহের ভেতর ঢাকার ভেতর চীনের আদলে হাসপাতাল তৈরি করছে।

 

আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক। তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো নির্মিত হবে এ হাসপাতাল।

 

গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন বলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’

 

উল্লেখ্য আকিজ আদ-দ্বীন হাসপাতালের মাধ্যমে কয়েক যুগ ধরে মানুষের সেবাই নিয়জিত।

 

এভাবে যদি প্রতিটি গ্রুপ এগিয়ে আসত তাহলে কতই না ভাল হত। সারা বছর এদেশের মানুষের সাথে ব্যাবসা করেই সবাই বিশাল ধনী হয়েছেন। এখন সময়  CSR এর। বড় কোন শিল্পগোষ্ঠী এগিয়ে না আসলেও আকিজ গ্রুপের এগিয়ে আসা অনেক বড় একটি সস্থি নিয়ে আসবে সেটাই প্রত্যাশা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker