দেবিদ্বারশিক্ষাঙ্গন

দেবিদ্বারে ভানী ইউনিয়ন খাদঘর শিক্ষিকার হাতে ছাত্রী নির্যাতন

    দেবিদ্বারে ভানী ইউনিয়ন খাদঘর শিক্ষিকার হাতে ছাত্রী নির্যাতন

 

 

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন ৯২ নং খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আক্তার একছাত্রীকে কাঠের লাঠি দিয়ে কঠোর মারধর করে,এ ঘটনা নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বিচার দাবী করেন।

 

সরজমিন থেকে জানা যায়……….তৃতীয় শ্রেনীর ছাত্রী

তাবাসুম আক্তার (৮) কে কাঠ দিয়ে মারধর করেন।

এভাবে প্রায়ই ছাত্র ছাত্রীকে কোন না কোন ভুলত্রুটির 

কারনে এভাবে প্রায়ই বেত্রাঘাত কিংবা ভয়ভীতি ও খারাপ ব্যাবহার করে থাকেন।

 

তাই তাবাসুমের পিতা কামাল হোসেন ও এলাকাবাসী সহ স্কুল কমিটির নিকট  বিচারের দাবি চেয়ে ও কঠোর শাস্তির অভিযোগ করেন।

 

Close