কুমিল্লা সদর
ডাকবাংলাতে মলম পার্টির মলমসহ দুই জন আটক

ডাকবাংলাতে মলম পার্টির মলমসহ দুই জন আটক
সোনাগাজী প্রতিনিধি :-
সোনাগাজীর ডাকবাংলাতে মলম পার্টির মলমযুক্ত টাকা ও মলমসহ মাসুদ আলম (২৯) ও শাহ আলম (৫০) দুই জনকে আটক করে।
ঘটনাটি আজ দুপুর বার ঘটিকার সময় ডাকবাংলাতে মলম পার্টির বহনকৃত সিএনজি নং- নোয়াখালী- থ-১১-৩৯৪৭ সহ ডাকবাংলা জিরোপয়েন্টে মলমপার্টির পাঁচজন দাড়িয়ে থাকতে দেখে খায়রুন নেসা। খায়রুন নেসা ও তার মেয়ের চিৎকার শুনে দুই জনকে আটক করে জনতা।
খায়েরুন নেছা বলেন আমি গত বৃহঃ প্রতিবার আমার মেয়েকে দেখতে তাকিয়া বাজার এলাকায় মেয়ে বাড়ীতে যাই, পরে আবার সোনাগাজী যাওয়ার জন্য তাকিয়া বাজার হতে সিএনজি করে ডাকবাংলাতে আসি। স্টেশনের সিএনজিতে উঠি সোনাগাজী যাওয়ার জন্য আমাকে একা নিয়ে সোনাগাজীর উদ্দেশ্য রাওয়ানা হয়। একটু গিয়ে আবার গাড়ি থামালে আরো তিনজন উঠে। কিছু দুর যাওয়ার পর আমার কানে ময়লা লেগে আছে বলে আমার মুখের সাথে মলম যুক্ত টাকা লাগিয়ে আমার পাঁচ ভরি গয়লা ও ব্যানিটিব্যাগে থাকা নয় হাজার টাকা নিয়ে যায়। আমি সেই দিন বাড়িতে না গিয়ে গুরপাক খাচ্ছি এইদিক-সেইদিকে। পরে বিকেলে একলোক আমাকে বলেন আপনার বাড়ি কোথায়? আমি উত্তর দিলাম মেয়ে বাড়ি গিয়ে ছিলাম কিন্তু এখন আমার স্বামীর( উত্তর চরচান্দিয়া) বাড়ি যাবো কিন্তু পথ খুজে পাচ্ছি না। আমি কিছুটা স্বাভাবিক হলে দেখি আমার অলংকার ও টাকা নিয়ে যায় মলম পার্টি।
আজ আমি চিকিৎসার জন্য মেয়ে চাঁদনীকে নিয়ে ফেনী যাচ্ছিলাম। এই সময় খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হলেন ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল নেজাম উদ্দিন হোনা মেম্বার, ও নাসির উদ্দিন ওয়াসিম মেম্বার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই জনকে সোনাগাজী থানা পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি নোয়াখালী অন্যজনের বাড়ি গাইবান্ধা।