
জোয়াগ ক্রিকেট একাদশ সেমিফাইনাল নিশ্চিত করায় অভিনন্দন জানান ওমর ফারুক।
কুমিল্লা চান্দিনার কৈকরই মাঠে আজ জোয়াগ ক্রিকেট একাদশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে সেমিফাইনালে নিশ্চিত করেছে,
আগামী ২১/০৩/২০২০ খ্রিস্টাব্দ রোজ শনিবার বেলা ১.৩০ ঘটিকায় সেমিফাইনাল ম্যাচ।
কৈকরই মাঠে সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনাল খেলা নিশ্চিত করবে এই কামনায় জোয়াগবাসী,
এক বার্তায় ওমর ফারুক বলেন,ইনশাল্লাহ জোয়াগ ক্রিকেট একাদশ এর সকল টিম মেম্বার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সামনে সেমিফাইনাল জয় নিশ্চিত করে ফাইনালে খেলবে।