
জাতীয় সাঁতার প্রতিযোগীতা
চান্দিনা আল-আমিন কামিল মাদ্রাসার শ্রেষ্ঠত্ব সনদ লাভ
মো. আবদুল বাতেন
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৪৭ তম গ্রীষ্মকালীন-২০১৮ ও ৪৮ তম শীতকালীন-২০১৯ এর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠত্ব সনদ লাভ করে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা। রবিবার (৫ মে) সকালে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওই সনদপত্র, ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ডা. সৈয়দ মো. গোলাম ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক প্রমুখ।
অনুষ্ঠানে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ক্রীড়া প্রশিক্ষক মো. দ্বীনুল ইসলাম প্রধান অতিথির কাছ থেকে ক্রীড়া সামগ্রী ও সাফল্যের সনদ গ্রহণ করেন।