চান্দিনা

চান্দিনা_থানা_প্রশাসনের_দৃষ্টি_অাকর্ষন_করছি

#চান্দিনা_থানা_প্রশাসনের_দৃষ্টি_অাকর্ষন_করছি,

_________________________________________

চান্দিনা শিল্প মেলাতে বিজয় কুপন নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা নিরব কেন? লটারির নামে জুয়া দিয়া নিরীহ অসহায় মানুষ কে বিভিন্ন লোভ লালসা দেখাইয়া অনেক আর্থিক ক্ষতি করতেছে আর লটারির কমিটির পকেট ভারী হচ্ছে এতে গ্রামের মানুষের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা আপনি একটু পরিদর্শন করলে বুঝতেন। লটারির লোভের কারনে অনেকে চুরি করে, অনেকে ডাকাতি করে তারা কুপন নিচ্ছে, আরো অসংখ্য ঘটনা হচ্ছে বিজয় কুপনের জন্য। তাই আমাদের একটাই দাবী কুপন নামের কুফল থেকে পরিত্রাণ চাই…………………….

আমাদের একটাই আবেদন আপনাদের যদি মনুষ্যত্ব থাকে তাহলে এই কুপন নামের কুফল ধান্দাবাজী জুয়ার আসর বন্ধ করতে হবে। 

#প্লিজ  সবাই শেয়ার করে জানিয়ে দিন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker