শিক্ষাঙ্গন

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় উৎসব মোখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠান,

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় উৎসব মোখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠান,

 

কাউসার আহমেদ

চান্দিনা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলে উৎসব মোখর ও আনন্দঘন পরিবেশে বই উৎসব হয়। মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল থেকে দিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে  বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। প্রধান অতিথি বলেন- ‘শতভাগ শিক্ষিত জাতি গঠনের মধ্যদিয়েই আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। যা পৃথিবীর ইতিহাসে একমাত্র উদাহরণ।’

 

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া’র সভাপতিত্বে   অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম, উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুন, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. এমদাদুল হক।  অনুষ্ঠান সঞ্চালন করেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বকসী ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, চান্দিনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম,  চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান দুলু মাস্টার, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শওকত হোসেন ভূইয়া, মাইজখার ইউপি চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ্,  বিশিষ্ট ব্যবসায়ী  মো রফিকুল ইসলাম প্রমুখ।

 

 

 

Close