চান্দিনাশিক্ষাঙ্গন
চান্দিনা মাইজখার ফাঐয়ে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি

চান্দিনা মাইজখার ফাঐয়ে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি
চান্দিনার মাইজখার ইউনিয়নের ফাঐ উত্তর পূর্বপাড়া মসজিদে আকবার ও সর্বস্তরের মুসলিম তাওহিদি জনতার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানকে স্বাগত জানিয়ে র্যালি বের করা হয়। এসময় রমজান মাসে দিনের বেলা খাবার হোটেল বন্ধ রাখা, রমজানের পবিত্রতা রক্ষা করা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধের দাবি জানান তারা। শনিবার (৪ মে) বাদ আছর মসজিদ থেকে র্যালিটি বের হয়ে ফাঐ বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে ফাঐ ক্বারী নূরুল ইসলাম হিফযুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ফাঐ উত্তর পূর্বপাড়া মসজিদে আকবার এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ শাহ্ জালাল এর পরিচালনায় র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনির আহম্মদ, হাজী ইদ্রিস আলী, মাইজখার ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি হাফেজ শাকিল আহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. শাহাবুদ্দিন, ফাঐ জামে মসজিদের ইমাম মো. কেফায়েত উল্লাহ্, ইশা ছাত্র আন্দোলন নেতা মো. আল-আমিন, মো. ফয়সাল, মো. বিল্লাল হোসেন প্রমুখ।