জাতীয়

চান্দিনা থানা পুলিশের মহৎ উদ্যোগ,অভিনন্দন জানান ওমর ফারুক।

চান্দিনা থানা পুলিশের মহৎ উদ্যোগ,অভিনন্দন জানান ওমর ফারুক। 

 

রাশেদ খাঁন। 

চান্দিনা থানা পুলিশের মহৎ উদ্যোগ এ টাকা ফেরত পেল মালেকা। পুলিশ সুুত্রে জানা যায়-১১ ফেব্রুয়ারি রাত্র ০০.১৫ ঘটিকার সময় চান্দিনা থানা পুলিশ রাত্রিকালীন মোবাইল-০৪ টহল ডিউটি করাকালে কুমিল্লার চান্দিনা থানাধীন বড়গোবিন্দপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বেনিটি ব্যাগ পাইয়া হেফাজতে নেয় এবং ব্যাগ তল্লাশি করিয়া নগদ ২৫ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র দেখিতে পায়। পরে ব্যাগের ভিতরে থাকা একটি কাগজে লেখা মোবাইল নম্বর পাইয়া উক্ত নম্বরে ফোন দিলে তাহাদের ব্যাগ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করে। অতঃপর উক্ত মহিলাকে চান্দিনা থানায় আসার জন্য বলা হইলে তিনি থানায় আসিয়া উপযুক্ত প্রমানাধি উপস্থাপন করায় চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ও.সি) মো অাবুল ফয়সল  উক্ত বেনিটি ব্যাগের প্রকৃত মালিক ফেনী জেলা সোনাগাজী উপজেলার জমাদার বাড়ী (চর চান্দিয়া) গ্রামের আঃ রহিম এর স্ত্রী মোসাঃ মালেকা বেগম এর নিকট হস্তান্তর করেন।

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker