কুমিল্লা সদর দক্ষিণজাতীয়
চান্দিনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

চান্দিনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
ভূমি অধিগ্রহণ শাখা জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লার আয়োজনে কুমিল্লার চান্দিনায় ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
২ ডিসেম্বর সোমবার উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামে ওই অনুষ্ঠান হয়। এ সময় ২৩টি ক্ষতিগ্রস্ত পরিবার কোন ধরনের হয়রানি ছাড়াই এ চেক পেয়ে খুশি বলে জানিয়েছে।
অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে চেক প্রদান করেন প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শুভাশিস ঘোষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম,চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ও.সি) মো.আবুল ফয়সল,মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো. সেলিম প্রধান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, যারা নিজের জমি দিয়ে উন্নয়ন কাজে শামিল হয়েছেন, তারা মহৎ। তাদের ক্ষতি পুষিয়ে দিতে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে সরকার।জমির মালিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘এটা (ক্ষতিপূরণ) আপনাদের অধিকার।’ ক্ষতিপূরণের টাকা পেতে কোনো হয়রানি হয় কি না তাও জানতে চান তিনি। ক্ষতিপূরণের টাকা পেতে কোনো খরচ দিতে হয়নি জানিয়ে ভূমি মালিকরা এই সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
মো. মহিন আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, মাইজখার ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাধব সাহা, ওয়ার্ড মেম্বার মোঃ ইউসুফ, মোহাম্মদ শাহজাহান।