চান্দিনা

চান্দিনায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি সভা

চান্দিনায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি সভা

চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদ্যাপনের উদ্যোগ নিয়েছে চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতি। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে চান্দিনা মধ্য বাজার আল-মদিনা রেঁস্তোরায় চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতি ও কমিউনিটি পুলিশ অঞ্চল-০১ এর সাধারণ সভায় ওই উদ্যোগ নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। আগামী ১৭ মার্চ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষে সাত সদস্য বিশিষ্ট উদ্যাপন পর্ষদ গঠন করা হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন- সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া। চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, ব্যবসায়ী নেতা মো. জয়নাল আবেদীন জনু, বশির আহাম্মদ, চান্দিনা বাজার ইজারাদার মো. আলী হোসেন, ব্যবসায়ী নেতা মো. জসিমুজ্জামান ভূইয়া, হাজী মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার কাউন্সিলর মো. দুলাল মিয়া, মো. হাবিবুর রহমান, হাজী মো. মনিরুজ্জামান, মো. আবু তাহের মুন্সী, জীবন সাহা, শ্যামল কর, আলী মেম্বার, মো. শাহ আলম প্রমুখ।

 

পরে চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ কে আহ্বায়ক করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদ্যাপন কমিটি ঘোষণা করা হয়। সভায় চান্দিনা বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে বাজারের বিভিন্ন পয়েন্টে ৫০টি সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

Close