
চান্দিনায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৩ মাসের জেল
।আকিবুল ইসলাম হারেছ।
কুমিল্লার চান্দিনায় পিতার অভিযোগে ওসমান (৩০) নামে এক মাদকাসক্ত ছেলেকে তিন মাসের সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ মাদকাসক্ত ওই ছেলেকে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ওসমান কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে।
জানা যায়- দীর্ঘ কয়েক বছর যাবৎ মাদক সেবন করে আসছে ওসমান নামের ওই যুবক। সম্প্রতি নেশার টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মাসিক নির্যাতন চালানোর ফলে নিরুপায় হয় পরে ভূক্তভোগী ওই পরিবার। রবিবার দুপুরে ওসমান গাঁজা সেবন করা অবস্থায় পিতা ইউসুফ বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। স্থানীয় লোকজন তাকে আটক করে চান্দিনা থানা পুলিশে খবর দেন।
চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করার পর ভ্রাম্যমান আদালতে তাকে তিন মাসের বিনা শ্রম কারাদন্ড দেয়।
চান্দিনা থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন- ওসমানের পিতা ভ্রাম্যমান আদালতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধ অভিযোগ করলে মাদকাসক্ত ওসমানকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে তিন মাসের জেল দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।