চান্দিনারাজনীতি

চান্দিনায় নির্বাচনী সহিংসতা ঠেকাতে মাঠে আইনশৃঙখলা বাহিনী

 

 

    চান্দিনায় নির্বাচনী সহিংসতা ঠেকাতে মাঠে আইনশৃঙখলা বাহিনী

 

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চান্দিনায় আইন শৃঙখলা বাহিনীরা মাঠে নেমেছেন। উপজেলা সদর থেকে শুরু করে সবকটি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।  নির্বাচনের মাঠে প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা রাজনৈতিক সহিংসতা চালাতে পারে- এমন আশঙ্কার কারণেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হবে বলেও জানিয়েছেন তারা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker