চান্দিনা

চান্দিনায় দিনমজুর-ক্ষুদ্র পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

চান্দিনায় দিনমজুর-ক্ষুদ্র পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

 

।। মো. আবদুল বাতেন।।

 

চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপজেলা সদরের ১শত ৭০ জন দিনমজুর, নরসুন্দর, ক্ষুদ্র পেশাজীবী ও নৈশপ্রহরীর মাঝে চাল ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টায় চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতি’র সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া’র সভাপতিত্বে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ওই বিতরণ অনুষ্ঠান হয়।

 

বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার মেয়র ও চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক প্রফেসর হেদায়েত উল্লাহ্, চান্দিনা বাজার ইজারাদার মো. আলী হোসেন,  চান্দিনা পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, মো. সুরুজ ভূইয়া কাউন্সিলর, পৌর কাউন্সিলর মো. দুলাল মিয়া, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আবদুল হান্নান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, যুবলীগ নেতা মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন প্রমুখ।

 

এর আগে বিকাল ৩টায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ এর সভাপতিত্বে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সামনে ১শত ২০ টি পরিবার এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও পৌরসভার বরাদ্দকৃত ত্রাণ বিতরণ করেন প্রধান অতিথি।

Close