জাতীয়
চান্দিনায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা,

চান্দিনায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা,
জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নে দায়িত্ব সবার” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার চান্দিনায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস -২০১৯ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আমেনা বেগম, উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোকাব্বের হোসেন ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তফা আমীর ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরনবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান পাটোয়ারী, সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা এসে শেষ হয় ।