চান্দিনা

চান্দিনায় একটি খাবারের হোটেল বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

চান্দিনায় একটি খাবারের হোটেল বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

 

 

কুমিল্লার চান্দিনায় একটি খাবারের হোটেল বিদ্যুৎ স্পৃষ্টে নাজমা আক্তার রুনা (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু ঘটেছে।

 

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল সংলগ্ন ‘হোটেল পূর্ণিমা’ নামের একটি খাবারের রেষ্টুরেন্টে এ ঘটনা ঘটে।

 

নিহত নাজমা আক্তার রুনা ফেনী জেলার ফুলগাজী উপজেলার মালিপাথর গ্রামের সফিকুল ইসলাম এর স্ত্রী। সে ওই হোটেলের রান্নার কাজে কর্মরত ছিল। এ ঘটনায় হোটেল মালিক রাজু ঘোষ’কে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

 

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাজ করা অবস্থায় বৈদ্যুতিক তাঁরে জড়িয়ে মারাত্মক আহত হয় হোটেল শ্রমিক নাজমা আক্তার রুনা। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।

 

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো আবুল ফয়সল জানান, মূলত বিদ্যুৎ স্পৃষ্টেই ওই নারী শ্রমিক নিহত হয়েছে। ঘটনার পরপর স্থানীয়রা হোটেল মালিকের উপর অভিযোগ এনে তাকে আটক করে থানায় খবর দিলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ওই হোটেল মালিককে এনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker