খেলাধুলাচান্দিনা

চান্দিনার জোয়াগ এল ই ডি টিভি কাপ মিনিবার ফুটবল উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হল।

স্থানীয় প্রতিনিধিঃ মোঃ হোসাইন আহমেদ। চান্দিনা উপজেলার ১৩ নং জোয়াগ ইউনিয়নের উঃ জোয়াগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ উদ্বোধন হল এল ই ডি টিভি কাপ মিনিবার ফুটবল খেলা। এই উদ্বোধনী খেলার সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মাঃ আবু তাহের ভূইয়া সাহেব,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ ফরিদ উদ্দিন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব প্রফেসর জহিরুল ইসলাম এবং প্রফেসর জনাব আঃ মান্নান ও জনাব ছফিউল্যাহ মেম্বার সহ জনাব হাসমত উল্যাহ সাহেব সহ চান্দিনা সময়ের পত্রিকার সম্পাদক জনাব ওমর ফারুক সহ তরুণ আওয়ামীলীগ নেতা জনাব ফিরোজ আহমেদ সহ কাজী আনোয়ার কাজী শরিফ ও তফাজ্জল হোসেন কাজী কাউসার প্রমুখ।

40083584_293487121239078_139799570577096704_n

উক্ত খেলার মিডিয়া পার্টনার জনপ্রিয় পত্রিকা দৈনিক চান্দিনার সময়, উক্ত খেলাটি জোয়াগ জাতীয় ক্লাব ৪ বাগুড়াপাড়া ১ গোল করে।খেলাটি উপভোগ করেন হাজার হাজার দর্শক।

40021523_293487237905733_4780830755485908992_n

Close