চান্দিনা

চান্দিনার কাদুটিতে ওয়ালটন এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটরের আনন্দ র‌্যালি

চান্দিনার কাদুটিতে ওয়ালটন এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটরের আনন্দ র‌্যালি

 

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার কাদুটি দক্ষিণ বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটর জুনায়েদ ইলেকট্রনিক্স এন্ড মটরস্ এর উদ্যোগে বাজারে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

 

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে কোম্পানীর ‘কে হবে আজকের মিলিয়নিয়ার’ অফারের প্রচার উপলক্ষে ওই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি কাদুটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ালটন এর ফিল্ড ম্যানেজার সেলস্ এন্ড মার্কেটিং মো. রবিউল ইসলাম, ওয়ালটন এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটর জুনায়েদ ইলেকট্রনিক্স এন্ড মটরস্ এর স্বত্তাধিকারী মো. সোহেল রানা। র‌্যালিতে এলাকার ব্যবসায়ী ও সুশীল সমাজ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

Close