চান্দিনাজাতীয়

চান্দিনার উপজেলা শিক্ষা অফিসারের ইন্দোনেশিয়া সফর

চান্দিনার উপজেলা শিক্ষা অফিসারের ইন্দোনেশিয়া  সফর

 

 

কুমিল্লার চান্দিনা উপজেলার  উপজেলা শিক্ষা অফিসার  আবদুল্লাহ আল মামুন ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার  রাত ১০.০০ টায় ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে শিক্ষা সফরে যাচ্ছেন।

 

তার শিক্ষা সফর উপলক্ষে চান্দিনা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 

এছাড়াও সফরে  সফলতা  কামনা করে  সকলের পক্ষ থেকে  সহকারি উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান পাটোওয়ারী বলেন-   চান্দিনা প্রাথমিক শিক্ষার কর্ণধার, জেলা পর্যায়ে তিন বারের শ্রেষ্ঠ  উপজেলা শিক্ষা অফিসার  আবদুুুল্লাহ আল মামুন   ১২ সেপ্টেম্বর  রাত ১০ টায় Modern School management  practice বিষয়ক  ট্রেনিং এর উদ্দেশ্যে ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন।

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker