জাতীয়

গায়েবি মামলা না করার নির্দেশ ডিএমপি কমিশনারের

গায়েবি মামলা না করার নির্দেশ ডিএমপি কমিশনারের

 

রাজধানীর কোনো থানায় ‘গায়েবি’ মামলা না করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার বিকালে ডিএমপির মাসিক ক্রাইম কনফারেন্সে রাজধানীর সব থানার ওসিদের তিনি এ নির্দেশ দেন। ডিএমপি কমিশনার বলেন, ঘটনা না ঘটলে কোনো মামলা করা যাবে না। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। ঘটনা ঘটলে অবশ্যই মামলা হবে। কেউ অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালালে তাকে আইনের আওতায় আনতেই হবে। এক্ষেত্রে কারও নির্দেশের অপেক্ষা করার প্রয়োজন নেই। কিন্তু অযথা কাউকে হয়রানি করা যাবে না। ক্রাইম কনফারেন্সে উপস্থিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন। ক্রাইম কনফারেন্সে ডিএমপির সব অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, সব ক্রাইম ইউনিটের উপ-কমিশনার, সব থানার ওসিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রসঙ্গ টেনে ক্রাইম কনফারেন্সে পুলিশ কমিশনার বলেন, বুধবার একটি বড় মামলার রায় হয়েছে। এ রায়কে ঘিরে রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা ছিল। কিন্তু পুলিশের তৎপরতার কারণে কারও অপচেষ্টা সফল হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। এজন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই। বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘গায়েবি’ মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা বিদেশে আছে, যারা মারা গেছে অথবা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে তাদের যেন কোনোভাবেই মামলার আসামি করা না হয়। কারণ এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়। ডিএমপি কমিশনার বলেন, সামনে যারা নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে তাদের বিষয়ে হালনাগাদ তথ্য সংশ্লিষ্ট থানাগুলোতে থাকতে হবে। সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা তাদের গতিবিধি লক্ষ্য করবেন। কেউ যাতে কোনো গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। যেকোনো মূল্যে ধ্বংসাত্মক তৎপরতা রুখার আহ্বান জানিয়ে ওসিদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, থানা এলাকায় বসবাস করা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে। ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে ক্রাইম কনফারেন্সে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেপ্টেম্বর মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (যৌথভাবে) এবিএম জাকির হোসেন (পল্লবী জোন) ও মৃত্যুঞ্জয় দে সজল (মোহাম্মদপুর জোন)। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শেখ মো. শাহ্ আলম (রূপনগর থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম (দারুসসালাম থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আয়ান মাহমুদ (যাত্রাবাড়ী থানা), শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই রেজাউল করিম (কাফরুল থানা) ও রুহুল আমিন (ডেমরা থানা) এবং যৌথভাবে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন (মতিঝিল থানা) ও মিলন মোল্লা তেজগাঁও শিল্পাঞ্চল থানা)।

 

 

 

Close