জাতীয়শিক্ষাঙ্গন
কৈকরই সততা সামাজিক শক্তি সংগঠনের উদ্যোগে শীতের কম্বল বিতরন

কাউছার আহমেদদ(চান্দিনা প্রতিনিধি)
আজ সকাল ০৯ ঘটিকায় কৈকরই সততা সামাজিক শক্তি সংগঠনের উদ্যোগে শীতের কম্বল বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোল্লাই নবাবপুর আঃ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান বি এস সি বি এড
অনুষ্ঠানে যুবকদের উদ্দেশ্যে উপদেশমূলক কথা বলেন ওয়ার্ড মেম্বার জনাব মোস্তফা কামাল, রকিবউদ্দিন মিয়াজী, ফখরুল মাষ্টার, ডাঃ আব্দুর রাজ্জাক, হাজী শাহজান(সাবেক চেয়ারম্যান), মোহন মিয়া, ডাঃ আবুল হাশেম, ইউনুস মিয়াজীএবং আরো অনেকে। বক্তারা বলেন- যুবকরা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যত। তাই মাদকের ছোবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য এ ধরনের স্বচ্ছ ও সমাজ কল্যানমুলক সংগঠন প্রয়োজন।
সংগঠনের সভাপতি মারুফ হাসান জাকারিয়া বলেন-“চল সবাইকে নিয়ে বাঁচি” এটা আমাদের স্লোগান। যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং সমাজে শিক্ষার আলো প্রচার করাই সংগঠনের মূল উদ্দেশ্য।….(শেষ)