জেলার খবর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ এক পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ এক পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার, ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমকে ৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে। পরে বিজিবি বিকালে তাকে ফুলবাড়ী থানায় তাকে হস্তান্তর করে।

 

আটক জাহাঙ্গীর আলম উলিপুর উপজেলার নামাজের চর পুলিশ ফাঁড়ীতে কর্মরত। তাহার বিপি নম্বর ৬৮৬। তার বাড়ী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।

 

ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker