জাতীয়জেলার খবর

কুমিল্লা সাংস্কৃতিক জোট এর ১৪২৬ বঙ্গাব্দ’র পালাবদল

কুমিল্লা সাংস্কৃতিক জোট এর ১৪২৬ বঙ্গাব্দ’র পালাবদল

 

 

গত ৪শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ, ২১ জুলাই, ২০১৯ রবিবার কুমিল্লায় কালিপদ কালচারাল মেমোরিয়ালে একাডেমীতে এড. শহিদুল হক স্বপন এর সভাপতিত্বে পালাবদল পর্ষদ ১৪২৫-২৬ বঙ্গাব্দের সাবেক সভাপতি বৃন্দের উপস্থিতিতে সকলের মতামতে আগামী ১৪২৫-২৬ বঙ্গাব্দের কার্যকরী পরিষদ গঠিত হয়।

 

সভাপতি : জহিরুল হক দুলাল,  

সহ-সভাপতি : অধ্যক্ষ শামীম হায়দার, আবুল হাসানাত আজাদ , অধ্যাপক আলী আহসান টিটু, শরীফ আহমেদ অলী, অনামিকা দেব ঢালী. কমল চন্দ্র খোকন

সাধারণ সম্পাদক :  মো: বিল্লাল হোসনে 

সহ-সাধারণ সম্পাদক : শাহাদাৎ হোসেন ,শাহেদুল হক তপু

সাংগঠনিক সম্পাদক : ফারহানা আহমেদ

সহ- সাংগঠনিক সম্পাদক : মেহরাজ আহমেদ চৌধুরী

অর্থ সম্পাদক : উন্মে হাবিবা শিপু

দপ্তর  ও প্রচার সম্পাদক : মৌসুমী সরকার 

প্রকাশনা সম্পাদক : এ কিউ আশিক

আপ্যায়ন ও কল্যাণ সম্পাদক : পপি সূত্রধর

তথ্য ও প্রযুক্তি সম্পাদক : নাজমুল হাসান

 

নির্বাহী সদস্য : অভিজিৎ সিনহা মিঠু, অধ্যাপক শফিকুর রহমান,  মো: হাশিম আপ্পু, আবুল হাসানাত বাবুল, আনিসুর রহমান, অধ্যাপক মাসুদ মজুমদার, দিলনাশী মহেসিন,  হেদায়েত ইসলাম মুসূ, আবু নাছের মিয়াজী বাবু,খাইরুল আজিম শীমুল, খায়রুল আনাম রায়হান, জহিরুল ইসলাম, জাহিদুর রহমান মামুন, শিবলী নোমান, বিজয়া দাস, বিদ্যুৎ সরকার, শফিকুল ইসলাম অপু, দেলোয়ার হোসেন জাকির, রিপন চৌধুরী, সাইফুল ইসলাম, রেজবাউল হক রানা, কামরুল ইসরাম রাশেদ, আব্দুল কাইয়ুম আশিক, মাহাতাব সোহেল, নূর হোসেন রাহিব, আশিক পায়েল, রাকা খন্দকার, ওমর ফারুক মোল্লা, এড. দিলীপ সহ অন্যান্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Close