কুমিল্লা সদর

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম যেন জাতীয় স্টেডিয়ামের প্রতিচ্ছবি।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম যেন জাতীয় স্টেডিয়ামের প্রতিচ্ছবি।

মুজিববর্ষ উপলক্ষ্যে কুমিল্লা জেলা ক্রীড়াসংস্থা ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির আয়োজনে গত ১৫ ফেব্রুয়ারি জমকালো উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কাউন্সিলর কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ৷ টুর্নামেন্টের শুরু থেকেই দর্শকের উপস্থিতি ছিলো দেখার মত ৷ টুর্নামেন্টটি সম্পর্কে জানাজানি হলে মাঠে প্রতিনিয়ত আসতে থাকে দর্শক৷

ক্রিকেটের আমেজ ছড়িয়ে পড়ে শহরের সর্বত্রে৷ সকল শ্রেণির মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পায় কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট ৷ ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ছিলো আজ ৷ ম্যাচ শুরু হওয়ার অনেক আগ থেকে স্টেডিয়ামের আশপাশ সহ সমর্থকদের উপস্থিতি অনেক বেড়ে যায়৷ শুরু থেকে কারো হাতে বুঁবুজেলা, কারো হাতে ঢোল, কারো হাতে বাঁশি সহ নানা ধরণের বাজনার সরঞ্জাম৷ প্রিয় প্লেয়ারকে শুভেচ্ছা জানাতে কেউ নিয়ে এসেছেনপ্লেকার্ড নিয়ে কেউ পরে এসেছেন প্রিয় দলের জার্সি। কেউবা নিজ পছন্দের টিমের পতাকা নিয়ে এসেছেন৷

১৫ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে আসনবিহীন ছিলো হাজারও মানুষ ৷ দ্বিগুণের বেশি মানুষ স্টেডিয়ামে জায়গা না পেয়ে স্টেডিয়ামের বাইরে ক্যাবল টিভি, অনলাইন টিভির মাধ্যমে খেলা দেখেন ৷

দর্শকের করতালিতে মুখরিত হয় অপার প্রাকৃতিক পরিবেশ; ধর্মসাগরের কোলঘেষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটা৷ ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র শাখাওয়াত শুভ এসেছেন তার বন্ধু-বান্ধব নিয়ে ৷ তিনি জানান, স্টেডিয়ামে ঢুকতে অনেক কষ্ট হয়েছে৷ এত মানুষের ভিড় জীবনে প্রথমবার দেখলাম৷শিক্ষা-সংস্কৃতির পাশাপাশি খেলাধুলাও কুমিল্লার মানুষের আগ্রহ অনেক বেশি, তা এই হাজার হাজার জনতা প্রমাণ করে৷ আমরা কুমিল্লাবাসী, ক্রিকেট ভালোবাসি৷

এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, সাইফউদ্দিন,নাসির হোসেন, জুনাইদ সিদ্দিকি, শামসুর রহমান, এনামুল হক জুনিয়র, ইলিয়াস সানি, জিয়াউর রহমান,সানজামুল ইসলাম সহ, আবু হায়দার রনিসহ অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী,মাহমুদুল হাসান জয়, রাকিবুল ইসলামসহ অনেক নামকরা ক্রিকেটার৷

ফাইনাল খেলায় ইউনাইটেড ওয়েলফেয়ারকে হারিয়ে শিরোপা জিতে নেয় সাব্বিরের রয়েলস অব গোমতি৷

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker