আন্তর্জাতিকজাতীয়শিক্ষাঙ্গন

#কুমিল্লা চান্দিনার মেধাবী শিক্ষার্থী ফাতেমা বাচঁতে চায়#

#কুমিল্লা চান্দিনার মেধাবী  শিক্ষার্থী ফাতেমা বাচঁতে চায়#

নিজস্ব প্রতিবেদকঃ

মোসা:ফাতেমা আক্তার, পিতা- আবুল খায়ের,গ্রাম -ধেরেরা দীঘির পার, ডাক-জোয়াগ। চান্দিনা,কুমিল্লা। সে ২০১৮ সালের সমাপনী পরীক্ষায় ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ+ পেয়েছে। গত কিছু দিন আগে অসুস্থ হয়ে কুমিল্লা কোচাইতলী হাসপাতালে ভর্তি হয়। বিভিন্ন পরীক্ষা  নিরীক্ষায় দেখা গেছে তার দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। সে মেয়েটি চিকিৎসার অভাবে এ পৃথিবী থেকে চলে যাবে তা ভাবা যায় না। তাই ফাতেমার চিকিৎসা এবং সুস্থতার জন্য সমাজের বিওবান  ও দানশীল ব্যক্তিদের কাছে আকুল আবেদন যেন  ফাতেমার সহায়তায় এগিয়ে আসে।

মানুষ মানুষের জন্য সবার সহযোগীতায় মেয়েটি ফিরে পেতে পারে  তার নতুন জীবন। যোগাযোগ ঃ জনাব গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চান্দিনা,কুমিল্লা। মোবাইল নাম্বার: 01682928699.

 

    

Close