চান্দিনা

কুমিল্লায় জমে উঠেছে ঈদের বেঁচাকেনা; তরুণীদের পছন্দ ইন্ডিয়ান পোষাক

কুমিল্লায় জমে উঠেছে ঈদের বেঁচাকেনা; তরুণীদের পছন্দ ইন্ডিয়ান পোষাক

 

 

ঈদ মুসলিম বিশ্বের আনন্দ ও উৎসবের আরেকটি নাম। মহান সৃষ্টিকর্তার ইবাদতের উদ্দেশ্যে সিয়াম সাধানা ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের একটি হলো এই ঈদুল ফিতর।  ঈদে এই আনন্দকে আরো রঙ্গিন করে তুলতে নতুন জামা জুতা ও কসমেটিকস কেনা আমাদের দেশের সংস্কৃতির একটি অংশই বলা চলে।

 

ঈদুল ফিতর উপলক্ষে দেশী বিদেশী  নতুন নতুন বাহারী পোষাকে সাজিয়েছে দোকানীরা। ঈদের বাকী আরো ১৫/১৬ দিন ইতিমধ্যেই জমে উঠেছে কুমিল্লার বিভিন্ন মার্কেটগুলো।  বিশেষ করে গার্মেন্টস, কসমেটিক্স ও জুতার দোকানগুলোতেই ক্রেতাদের বেশি ভীর দেখা গেছে। কুমিল্লা ক্যান্টনমেট সুপার মার্কেট, সেনাকল্যাণ মার্কেট ও পুরাতন মার্কেটের পাশাপাশি খোলা বাজারের গার্মেন্টস দোকানগুতে জমে উঠেছে ঈদের বেচাকেনা । রবিবার সকালে থেকে ক্যান্টনমেন্ট টিপরা বাজার এলাকার তিনটি মার্কেট ঘুরে দেখা যায় দোকানীরা ব্যস্ত বিকিকিনিতে। নারী ক্রেতাদেরদের সংখ্যাই বেশী পুরুষের চেয়ে। ক্রেতাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, একটু আগে আগেই ঈদের কেনাকাটা সেরে ফেলতে চান তারা। দর দামের বিষয়ে একেক জনের একেক মত, তবে দাম খুব একটা বেশী নয় বলেই জানিয়েছেন । এখন ভীর কিছুটা কম তাই দামে কিছুটা সাশ্রয় পাওয়ার সম্ভাবনায় তারা পরিবার ও নিজের পছন্দের সাজসজ্জার সরঞ্জাম কিনে নিতে চান আগে আগেই। তৈরী পোষাকের দোকান, ক্রোকারিজ দোকানগুলোতে ও ক্রেতাদের ভীর দেখা গেছে এসময়। জুতা ও চামড়ার পন্যের দোকানেও ছুটছেন ক্রেতারা।  

 

ক্যান্টমেন্ট মার্কেটের ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ঈদ দিন ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে দিন। বিক্রি ভালো তাই খোশ মেজাজে থাকা দোকানীরা জানান এবারের ঈদে তরুণীদের পছন্দ ইন্ডিয়ান পোষাক আর পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে জিন্স পেন্ট ও পাঞ্জাবী। ঈদ উপলক্ষে নতুন মালে বোঝাই করেছেন দোকান। অধিকাংশ ক্রেতারাই কেনাকাটা করছেন তবে অনেকেই দরদাম যাচাই করে দামে না বনলে ঘুরেফিরে দেখে চলে যাচ্ছেন অনকে। ক্রেতাদের কাছে  আশানুরূপ বেচাকেনা হবে বলেই ধারনা ব্যাবসায়ীদের।    

 

মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত ক্রেতাদের ভীর খোলা বাজারের কমদামী কাপড় ও জুতার দোকান গুলোতে। এসব দোকানগুলোতেও উপচে পড়া ভীর। নিম্ন আয়ের মানুষের। নিজেরদের স্বাদ্ধের মধ্যে পরিবারের সকলের জন্যই কেনাকাটা করতে দেখা যায় নারী পুরুষদের। প্রায় সকল মার্কেটেই অভিভাবকদের সাথে দেখা গেছে পরিবারের ছোট বড় সদস্যদেরও।  এছাড়া কুমিল্লা শহর সহ বিভিন্ন উপজেলা সদরের বড় মার্কেটগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন মার্কেটে রেফেল ড্র ও কুপনের ব্যাবস্থাও করা হয়েছে ব্যাবসায়ীদের সমন্নয়ে । আবার কোথাও কোথাও বাহারী গেইট ও রঙ্গিন আলোর বাতি দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন মার্কেট।  

 

সব মিলিয়ে পবিত্র ঈদুল ফিতরের আগমনে নতুন পোষাক, জামা, জুতা শাড়ী কসমেটিকস সহ গৃহস্থালির সামগ্রী বেচাকেনায় উৎসব মুখর পরিবেশ লক্ষ করা গেছে মার্কেটগুলোতে। মার্কেটগুলো ঢুকলেই মনে হবে ইতিমধ্যে ঈদের আমেজ যেন ছড়িয়ে পরেছে। ঈদের আনন্দে আনন্দিত হোক প্রতিটি মানুষের হৃদয়। ধনী গরিব সকলের মাঝে ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দের ধারা এমনটাই প্রত্যাশা সকলের।

 

 

 

    

Close