জেলার খবরদাউদকান্দি

কুমিল্লায় ছাত্রলীগ সভাপতির বাড়িতে অভিযান, ২ সহযোগী আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানীর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও ৫৬ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।শুক্রবার (১০ মে) বিকেলে কুমিল্লা র‌্যাব-১১ সূত্র এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হওয়া দুইজন হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরলালপুর গ্রামের মোঃ মোতালেব হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩৪) ও কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম (হাজী বাড়ি নিমসার) ইউনিয়নের মৃত. মোহাম্মদ হোসেন ভূইয়ার ছেলে মোঃ শাহীন ভূইয়া (৩৮)।র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এ.এস.পি প্রণব কুমার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্প জানতে পারে, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার গ্রামের হাজী সিদ্দিকুর রহমান এর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আঃ কাদের জিলানী এর বসত বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে।এ খবরে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি আভিযানিক দল আনুমানিক ভোর ৩ টায় মোঃ আঃ কাদের জিলানীর বসত বাড়ির দক্ষিনমুখী একতলা বিল্ডিং ঘরের পূর্ব পার্শ্বের কক্ষে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ১টি মোবাইল ফোনসহ মোঃ ফরহাদ হোসেন ও একই ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষে অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোনসহ মোঃ শাহীন ভূইয়াকে আটক করে র‌্যাব। এসময় বাড়ির মালিক মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানী’কে খুজে পায়নি র‌্যব। এ ঘটনায় উক্ত আসামীদ্বয়ের বিরদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Close