কুমিল্লা সদর

কুমিল্লার ময়নামতির তিন ইয়াবা কারবারি দেবপুর ফাঁড়ী পুলিশের হাতে গ্রেপ্তার

কুমিল্লার ময়নামতির তিন ইয়াবা কারবারি দেবপুর ফাঁড়ী পুলিশের হাতে গ্রেপ্তার

 

 

কুমিল্লার ময়নামতিবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ দেবপুর ফাঁড়ী পুলিশের আইসি ইন্সপেক্টর আবু ইউসুফ ফশিউল্লাহ এবং চৌকস  ও সাহসী এসআই শাহীন কাদির । সচেতন জনগনের সহায়তায়  আপনাদের সততা ও আন্তরিক চেষ্টায় মাদক ও ইয়াবা মুক্ত এলাকা গঠন করা সম্ভব।

 

বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশের এসআই মোহাম্মদ শাহীন  সঙ্গীয় ফোর্সসহ  ০৬নং ময়নামতি ইউপিস্থ ইউপি অফিসের সামনে হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একাধিক মাদক মামলার পলাতক আসামী বাদল চন্দ্র দেবনাথ (২৮), পিতা- মৃত সুরেন্দ্র  দেবনাথ গ্রাম- রামপাল (কালা কবিরাজ বাড়ি ) , উপজেলা থানা- বুড়িচং। এবং  ময়নামতি সাহেব বাজার যাত্রী ছাউনীর সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ হতে কুখ্যাত মাদক কারবারি আব্দুল মান্নান প্রঃ মনা মিয়া (৫৮), পিতা- আব্দুর রহমান, মাতা-সাফিয়া খাতুন (সাং-ঘোষনগর) ও তার সহযোগী মাদক কারবারি আইয়ুব আলী (২৮), পিতা- মৃত সুরুজ মিয়া, মাতা- সাহেরা বেগম, গ্রাম- ডুবাইরচর, উভয় থানা- বুড়িচং, জেলা-কুমিল্লাগণকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এবিষয়ে বুড়িচং থানায় পৃথক দুইটি মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামীগনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker