চান্দিনাজাতীয়

কুমিল্লার চান্দিনা থানা নতুন ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার চান্দিনা থানা নতুন ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

 

কুমিল্লার চান্দিনায় নবনির্মিত থানা ভবন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রবিবার বিকাল সাড়ে ৩ টায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট্য নতুন ভবন উদ্বোধন করেন তিনি।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জাকারিয়া, চান্দিনা পৌর সভা মেয়র  মো মফিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ও.সি) মো. আবুল ফয়সল প্রমুখ।

 

স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে দুপুর আড়াইটায় হেলিকপ্টারযোগে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পৌঁছান। বিকেলে তিনি চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘জঙ্গি ও মাদকবিরোধী’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker