জাতীয়

কচুয়ার উজানীতে রান্না করা গরুর মাংসের সাথে থাকা হাঁড়ের মধ্যে ২০০০ পিচ ইয়াবা

কচুয়ার উজানীতে রান্না করা গরুর মাংসের সাথে থাকা হাঁড়ের মধ্যে ২০০০ পিচ ইয়াবা ঢুকিয়ে বিদেশে পাচারকালে কাফিলা বাড়ী গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে মোঃ রিপনকে কচুয়া থানার পুলিশ আটক করেছে।

প্রায় ২০০০ পিছ ইয়াবা নিয়ে ধরা খেল,কালিয়া পারার এক ব্যাক্তি।গঠনাটি ঘটে কচুয়া থানাধীন উজানি পশ্চিম পাড়া শিকদার বাড়ীতে।জানা যায় সৌদি প্রবাসি ব্যাক্তি ছুটি কাটিয়ে যাওয়ার সময় কালিয়া পারার এই লোক তার ভাইকে পাকানো গোস্ত দেবার কথা বলে গত রাতে  উজানিতে দিয়ে যায়।সৌদি থাকা অবস্থায় আসামির ভাই বার বার গোস্ত গুলো ভালো ভাবে নিয়ে যাওয়ার কথা ফোনে বললে,তার মনে সন্দেহের সৃষ্টি হলে গোস্ত খোলে দেখে সব গরুর নলা দেখা যায়,তার মনে আরো সন্দেহের সৃষ্টি হলে ভালো দেখতে গেলে এক পর্যায়ে দেখতে পায়,নলার ভিতরে কিছু একটা দেখা যায়।ভালো করে খুললে দেখতে পায় ৪টা নলার ভিতরে অসংখ্য ইয়াবা টেবলেট।ওয়ার্ড মেম্বারের সহযোগিতায় সামানা বেশি গোস্ত নিতে পারবেনা নিজের দেওয়া গোস্ত পিরিয়ে নেয়ার কথা বলে ফোন করলে,আজ সকালে নেওয়ার জন্য ঐ ব্যাক্তি আবার আসলে এলাকা বাসি তাকে আটকিয়ে থানায় ফোন করে পুলিশের হাতে উঠিয়ে দেয়।এ গঠনায় হাজার হাজার জনতা ও এলাকা বাসির মাঝে আলোরনের সৃষ্টি  করে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker