শিক্ষাঙ্গন

এম.এ.মালেক স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

চান্দিনায় বীরবিক্রম এম.এ.মালেক স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

।। মো. আবদুল বাতেন।।চান্দিনা পৌরসভা ছায়কোটে অবস্থিত বীরবিক্রম এম.এ.মালেক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর বিক্রম এম.এ.মালেক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কাজী ছিদ্দিকুর রহমান।

 

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা কন্যা মিসেস কামরুন নাহার বীথি। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার কাউন্সিলর মো. আব্দুস ছালাম, সাবেক কাউন্সিলর মো. সহিদুজ্জামান সরকার, মো. আলী হোসেন, মো. আবু তাহের, মো. রুহুল আমিন, সাবেক কাউন্সিলর মো. জয়নাল আবেদীন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিব কুমার পাল এবং সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খেলাধূলা ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে উৎসাহ উদ্দীপনা যোগাতে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

Close