
চান্দিনার জিরুআইশ গ্রামে মাদক, জুয়া, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহের বিরুদ্ধে র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত।
উক্ত মাদক, জুয়া, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহের বিরুদ্ধে র্যালি ও আলোচনা সভার নেতৃত্ব দেন সৎ নিষ্ঠাবান,যুব সমাজের জনপ্রিয় ব্যাক্তিত্ব,সাবেক সফল চান্দিনা উপজেলা সভাপতি এডভোকেট মহিউদ্দীন
আরো উপস্থিত ছিলেন!জনাব ইন্জিনিয়ার আহাম্মদ আলী ইমন,খোরশেদ আলম রানা,সাইফুল ইসলাম, শাহজালাল সুমন, মোশাররফ করিম,দেলোয়ার হোসেন, জোবায়ের আহমেদ, ছফিউল্লাহ, সোহেল ভুইয়া, জামাল উদ্দিন, মাছুমবিল্লাহ বাশারী, সাহিদুল ইসলাম লিমন,নেছার আহমেদ রাজু, মোস্তাকিম বিল্লাহ ফাহাদ,মোঃ সাকিব,সোহাগ আবির, মাহবুল, জাফর সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ এলাকার সচেতন নাগরিকরা,
এডভোকেট মহীউদ্দীন বলেন মাদক,বাল্যবিবাহ,সন্ত্রাস সহ অসামাজিক কাজের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম অব্যাহত থাকবে,তিনি এলাকার সবাইকে যার যার স্থান থেকে অসামাজিক কাজে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।