রাজনীতি

আওয়ামীলীগের ভোটে ভাগ বসাতে পারে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থীরাঃ

আওয়ামীলীগের ভোটে ভাগ বসাতে পারে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থীরাঃ

 

এম আতিক উল্লাহ চৌধুরী

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ এর ভোটে ভাগ বসাতে পারে মহাজোটের অন্যতম দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিশেষ করে চাঁদপুর ০৫, এবং নারায়নগন্জ ০৫ আসনে আওয়ামীলীগ তথা মহাজোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থীর চেয়ে জন সমর্থনে অনেক বেশী এগিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আওলাদে রাসূল (দঃ) আবেদ শাহ আলমাদানীর সুযোগ্য সন্তান আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী, তিনি ইমাম রাব্বানী দরবারের পীর হওয়াতে এলাকায় রয়েছে অসংখ্য ভক্ত মুরীদ যাদের ভোট সরাসরি পীরের মার্কায় যাবে বলে ধারণা করছেন আওয়ামীলীগ সহ বিভিন্ন দলের তৃণমূল নেতা কর্মীরা। ছাত্রলীগের একনেতা তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেন যে মেজর রফিক কে যদি শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে নিশ্চিত যে হাতছাড়া হবে চাঁদপুর ০৫ আসন। এই দিকে নির্বাচনকে ঘিরে এলাকায় প্রতিদিন উঠান বৈঠক সহ এলাকার মানুষের ঘরে ঘরে যাচ্ছেন আল্লামা বাহাদুর শাহ।তিনি বলেন আলহামদুলিল্লাহ্‌ আমি যতেষ্ট সাড়া পাচ্ছি, আমি যে কোনো মূল্যে নির্বাচন করব।আমি নির্বাচনী মাঠ ছাড়বোনা। যদি মহোজোট হতে মনোনয়ন না পায় তাহলে আমি চেয়ার প্রতিকে নির্বাচন করব।ইনশা আল্লাহ আমি জয়ের ব্যাপারে যতেষ্ট আশাবাদী।চাঁদপুর এলাকার এক বৃদ্ধ মহিলা ভোটার বলেন আমি খুশি যে বাহদুর শাহ প্রার্থী হয়েছে। অন্তত জীবনের একটি ভোট আওলাদে রাসূল কে দিতে পারবো। এছাড়া মোট ২৮ টি নির্বাচনী আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলটির মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সহ অন্যান্য নেতারা।প্রতিটি আসনেই রয়েছে দলটির সক্রিয় হাজারো কর্মী।যাদের মাধ্যমে দলটি ভাগিয়ে নিতে পারে নৌকার হাজারো ভোট, যে কারনে বদলে যেতে পারে ঐসব সংসদীয় আসনের ভোটের হিসাব নিকাশ। যা কল্যাণ ভয়ে আনতে পারে ঐক্যফ্রন্টের।

 

 

 

 

Close