চান্দিনাজাতীয়শিক্ষাঙ্গন

আঃ মান্নান স্যারের ঘোষণা,জোয়াগে সন্ত্রাসী চাঁদাবাজী,বিচারের নামে জনগণকে হয়রানি চলবে না।

আঃ মান্নান স্যারের ঘোষণা,জোয়াগে সন্ত্রাসী চাঁদাবাজী,বিচারের নামে জনগণকে হয়রানি চলবে না।

 

কুমিল্লা চান্দিনা ১৩ নং জোয়াগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৃতি সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, চান্দিনা গণমানুষের নেতা সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের বিশস্ত আস্থাভাজন,মানুষ গড়ার কারিগর, সৎ নিষ্ঠাবান, দোল্লাই নবাবপুর সরকারি  কলেজের ভারপ্রাপ্ত সম্মানিত প্রিন্সিপাল জনাব অধ্যাপক আঃ মান্নান স্যার ৬ নং ওয়ার্ডের সকলের উদ্দেশ্য বলেন এই ওয়ার্ডে কোন রকমের সন্ত্রাস চাঁদাবাজী বিচারের নামে জনগণ কে হয়রানি করা যাবেনা,যদি কেহ এ ধরনের কাজে মদদ দেয় সে যতবার শক্তিশালী নেতা হউক না কেনো তাদের ছাড় নেই,তিনি বলেন ১৩ নং জোয়াগ ইউনিয়নের আওয়ামীলীগের নীতিনির্ধারকদের বলেন আপনারা যাহারা মাদক সন্রাস,চাঁদাবাজি এবং বিচারের নামে জনগণের কাছ থেকে টাকা আদায় করার কাজে জড়িত আপনারা এসব বন্ধ করুন,আমি চান্দিনার অভিভাবক চান্দিনার অহংকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের কাছে আপনারা যারা অসৎ উপায়ে রাজনীতির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত আছেন তাদের ব্যাপারে অনতিবিলম্ব সাংগঠনিকভাবে ব্যাবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব,আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী,

Close