চান্দিনাজাতীয়জেলার খবর

চান্দিনার ১৩ নং জোয়াগে ভূয়া ওয়ারেন্ট ইসুৎ ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানির শিকার ভুক্তভোগী।

চান্দিনার ১৩ নং জোয়াগে ভূয়া ওয়ারেন্ট ইসুৎ ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানির শিকার ভুক্তভোগী।

নিউজ ডেক্সঃ

কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এক নিরহ মানুষকে ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল ও মানবপাচার মামলা নাম্বার দিয়ে অসাধু চক্ররা বিভিন্ন চিল সই নকল করে এমনকি অন্য আসামির স্বারক নাম্বার বসিয়ে ভূয়া ওয়ারেন্ট বানিয়ে গ্রেফতারের চেষ্টা এবং অদৃশ্যভাবে মামলায় নাম সংযুক্ত করে হয়রানির শিকার এক নিরহ ব্যাক্তি,

ভুক্তভোগী ব্যাক্তি জানান,ওয়ারেন্ট আসার খবর শুনে তিনি ওয়ারেন্ট কপি সংগ্রহ করে ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল ও মানবপাচার ট্রাইবুনালে গিয়ে মামলা নাম্বার তল্লাশি করে কোন ধরনের অভিযোগের লেশমাত্র পাওয়া যায়নি এমনকি ভূয়া ওয়ারেন্টে যে স্বারক নাম্বার দেওয়া হয়েছে তা উত্তরবঙ্গের একজন আসামীর,ভূয়া ওয়ারেন্ট ইসুৎ করার ২০ দিন পর পুনরায় আবার ও অদৃশ্য অজানা মামলা খবর আসে,

ভূয়া ওয়ারেন্ট এর মিথ্যা অদৃশ্য মামলায় জড়িত করার শিকার ভূক্তোভোগী বলেন,আমি হতবাক নির্বাক কেনো পিছন থেকে আমাকে হয়রানি করেছে, আমার দ্বারা যদি কাহারো কোন সমস্যা হয়ে থাকে আমাকে সরাসরি বললে হয়,এমন নেক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদের কে আহবান করেন আপনারা আমাকে, আমার মত, থাকতে দিন। আপনারা ভালো থাকুন, আল্লাহ যদি না চায় বান্ধার মৃত্যু,মানুষ তা পারেনা,সত্য একদিন না একদিন প্রকাশ হবেই হবে ইনশাআল্লাহ,

ভুক্তভোগী জানান, ভূয়া ওয়ারেন্টের ব্যাপারে আদালতের নির্দেশ মতে রিট সহ আসল প্রতারকচক্ত কে আইনের আওতায় আনার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে যা চলমান, দ্রুততম সময়ের মধ্যে মিথ্যা মামলাকারীকে জনসম্মুখে আনার চেষ্টা চলছে শুধু সময়ের ব্যাপার,

Close