চান্দিনা

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান;ব্রিকস ফিল্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান;ব্রিকস ফিল্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

করোনা সর্তকতায় বিভিন্ন কল-কারখানা বন্ধ রাখার নির্দেশের পরও চান্দিনায় বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রাখায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে রাত অবধি চান্দিনার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ।

 

এতে চান্দিনার কোড়েরপাড় এলাকার এস.এফ ব্রিক্স ফিল্ড, ফার্ণিচার দোকান সহ বিভিন্ন দোকান-পাট খোলা রাখার অপরাধে ৪৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ জানান- এতো সর্তকতার পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নির্দেশনা অমান্য করে দোকান-পাট খোলা রাখায় এবং একটি বিক্স ফিল্ডে অনেক শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে জরিমানা আদায় করা হয় এবং দোকান-পাট বন্ধ করা হয়। রাতেও বিভিন্ন বাজার মনিটরিং করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Close