আন্তর্জাতিক

এ সফল নারী কর্মকর্তাদের জন্য চান্দিনার সময় পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন,,

নারীর ক্ষমতায়নে – চাঁদপুর জেলার ৪ প্রশাসনিক সফল নারী, (ইউএনও) হিসেবে দায়িত্বরত,,
—- – ——–
আমাদের চাঁদপুরের ৮ উপজেলায় ৪ প্রশাসনিক সফল নারী- উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) হিসাবে দায়িত্বরত ,,,,

চাঁদপুর সদরে – কাণিজ ফাতেমা,
হাজীগঞ্জে- বৈশাখী বড়ুয়া,
কচুয়ায় – নীলিমা আফরোজ
এবং মতলব উত্তরে – শারমীন আক্তার।
তাদের প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব,জনসম্পৃক্ততা ইতিমধ্যে স্ব স্ব উপজেলায় প্রশংসা ও সুনাম কুড়াচ্ছে,,,,

এদের একাধিকজন জনপ্রশাসন পদক পেয়েছেন। মা ইলিশ রক্ষার অভিযানে সাহসিকতার জন্য একজন পেয়েছেন রাষ্ট্রীয় অভিনন্দন সনদ!
আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জনই সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।একদিন উনারাই হয়তো মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পদের দায়িত্ব পালন সহ যাবেন সর্বোচ্চ প্রশাসনিক পদ সিনিয়র সচিবের চেয়ারে।কিংবা ঐ পদমর্যাদার অন্য কোন পদে।

এ সফল নারী কর্মকর্তাদের জন্য চান্দিনার সময় পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন,,

দীর্ঘায়ু কামনায়,,,

Close