চান্দিনা

আকাশে কালো মেঘ নাই, রাষ্ট্রীয়ভাবে লকডাউনে.. বিদ্যুৎ অব্যবহার্যের পরিমাণ বাড়তি থাকার কথা… তবু কেন লুকোচুরি,,??

 

পরিচালনা পর্ষদ-সহ যথাযথ কর্তৃপক্ষ ঘুমান,,??

আজ সপ্তাহখানিক নিয়মিত প্রতিদিন কমপক্ষে ৫/৬ বার বিদ্যুৎ বিভ্রাট, কোন সময় ১০ মিনিট, কোন সময় ৩০ মিনিট, কোন সময় ঘন্টাখানিক বা তারও বেশি।
আর আকাশে মেঘ দেখা দিলেতো টোটালি শীত নিদ্রায় চলে যায়। নাড়া না দিলে জাগতেই চায়না।
অথচ বিদ্যুৎ উৎপাদনে আমরা বহুত এগিয়ে শতভাগ বিদ্যুৎ এর আওতায়।
প্রিয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, বহু আগেই ঘরে ঘরে বিদ্যুৎ,,

আকাশে কালো মেঘ নাই, রাষ্ট্রীয়ভাবে লকডাউনে.. বিদ্যুৎ অব্যবহার্যের পরিমাণ বাড়তি থাকার কথা… তবু কেন লুকোচুরি,,??
অভিযোগ দিতে দিতে ক্লান্ত, এযেন পরিকল্পিতভাবে জনতাকে বিষিয়ে তুলা হচ্ছে।
হ্যালো কর্তৃপক্ষ, হ্যালো, হ্যালো….!!

সংগ্রহীত,,, (নজরুল ইসলাম সুমন) ফেইসবুক আইডি থেকে।

Close