চান্দিনাজাতীয়

দেওকামতা টু ঝলম জনবহুল সড়কটি অভিভাবকহীন,দেখার কেহ নেই,

চান্দিনার মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনায় জনগন

দেওকামতা টু ঝলম জনবহুল সড়কটি অভিভাবকহীন,দেখার কেহ নেই,দ্রুত পাকাকরণ করার দাবী।

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি,
মোঃ হোসাইন আহমেদ।

 

কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের দেওকামতা টু ঝলম সড়কটি স্বাধীনতার পর অভিভাবকহীন যেন দেখার কেহ নেই,এই জনবহুল সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কিন্তু দুঃখের বিষয় যেখানে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়াছেন, গ্রাম হবে শহর,এই স্লোগানের বিন্দু পরিমান ১৩ নং জোয়াগ ইউনিয়নে রাস্তাঘাটের কোন উল্লেখযোগ্য উন্নয়ন নেই।

স্বাধীনতার পর ২০০৮ সালে দেওকামতা টু উত্তর জোয়াগ বাজার পর্যন্ত পাকাকরণ করা হয় বর্তমানে এই সড়কটি বেহাল অবস্থা প্রতিনিয়ত গঠছে বড় বড় দূর্ঘটনা, সড়কে প্রতিদিন হাজার হাজার যাতায়াতকারী মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে,স্থানীয় জনগণের ভোগান্তি লাঘব করতে জরুরী ভিত্তিতে দেওকামতা টু ঝলম সড়কটি পাকাকরণ করার দাবী জানিয়েছেন।

চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেফুটি স্পিকার জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের কাছে সম্মান পূর্বক নিবেদন জরুরি ভিত্তিতে এই সড়কটি পাকাকরণ করে উপহার দেওয়ার।

Close