জেলার খবর

চান্দিনায় মীনা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চান্দিনায় মীনা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

” মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে।” এ মীনা দিবসের শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে চান্দিনায় মীনা দিবস- ২০১৯ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

 

অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন। 

 

দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা এসে শেষ হয়।

 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বকসী  সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  উপজেলা রিসোর্স ইণ্সট্রাক্টর (ইউ,অারসি)  মো.জসীম উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরু নবী, মো. মিজানুর রহমান পাটোয়ারী। 

 

অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসীও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।

Close