চান্দিনা

মেয়র পদে ৫ নেতার প্রার্থীতা ঘোষণা; এক হওয়ার নির্দেশ

চান্দিনা পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় নির্বাচনী আলোচনা
মেয়র পদে ৫ নেতার প্রার্থীতা ঘোষণা; এক হওয়ার নির্দেশ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।

পৌর নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) বিকেলে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় পৌর ও উপজেলা আওয়ামীলীগের ৫ নেতা মেয়র পদে তাদের নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করেন।
তারা হলেন- বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সদস্য শওকত হোসেন ভূইয়া।
প্রার্থীরা তাদের নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করার পর প্রধান অতিথির বক্তৃতায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি সব প্রার্থীদের এক হয়ে একজনকে মনোনীত করার আহবান জানান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে একক প্রার্থীর নাম উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় উপস্থাপনের নির্দেশ প্রদান করেন।
সভায় সিংহভাগ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মফিজুল ইসলামের নাম প্রস্তাব করেন। অপরদিকে প্রতিটি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদের প্রার্থীরাও তাদের নিজ নিজ নাম প্রস্তাব করেন।
সভায় পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা কালী ভূষণ বক্সী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি কাউন্সিলর আকতার আহমেদ নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সুরুজ ভূইয়া, মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আব্দুস ছালাম, মো. মোজাম্মেল হক, কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, মো. আব্দুর রব, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আউয়াল মাস্টার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগ নেতা কাজী নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ প্রমুখ।

Close