চান্দিনা

চান্দিনায় ৮ মামলার আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মোর্সেদ গ্রেফতার

চান্দিনায় ৮ মামলার আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মোর্সেদ গ্রেফতার

 

চান্দিনা প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গুলি করার ঘটনার দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোর্সেদ আলম (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মীরপুর-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশের একটি দল। 

মোর্সেদ আলম চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের আব্দুল বারেক স্বর্ণকারের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মাদক সহ ৮টি মামলা রয়েছে। 

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) নোমান হোসেন জানান, চলতি বছরের মার্চে গ্রামের একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহিন নামে এক ছেলেকে গুলি করে। ওই ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা করে আহতের পরিবার। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোর্সেদ আলম এর বিরুদ্ধে মাদকসহ ৮টি মামলা রয়েছে। রবিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

    

Close