চান্দিনা

চান্দিনায় রাস্তা ঘাটের অনেক কাজ হয়েছে। তারপরও কিছু রাস্তা অনেক বছর ধরে মেরামত নেই

বলার অপেক্ষা রাখে না চান্দিনায় রাস্তা ঘাটের অনেক কাজ হয়েছে। তারপরও কিছু রাস্তা অনেক বছর ধরে মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তার মধ্যে বরকইট ইউনিয়ন অধীন শালচর প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে শুরু করে শালচর দক্ষিন পাড়া হয়ে খৈচারা কমিউনিটি ক্লিনিক পর্যন্ত প্রায় ১.৫ কি.মি রাস্তাটি মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী। এ রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে দুই গ্রামের সকল শ্রেনীর মানুষ। বিশেষ করে শালচর প্রাথমিক বিদ্যালয়ে কয়েকশো ছাত্র ছাত্রী। বর্ষা কালে এই রাস্তা দিয়ে স্কুলে আসার সময় অনেক ছাত্র ছাত্রী পা পিচলে পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিগতদিনে।এবং  পুকুরের ভাঙ্গনের ফলে রাস্তাটি সংকোচিত হয়ে গিয়েছে।

কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, সর্বপরি বরকইট ইউনিয়ন আবুল হাসেম চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি।

Close