কুমিল্লা সদর দক্ষিণ

খোশবাস ইউনিয়নের আদমপুর টু কালির বাজার সিএনজি সার্ভিস উদ্বোধন

খোশবাস ইউনিয়নের আদমপুর টু কালির বাজার সিএনজি সার্ভিস উদ্বোধন

খোশবাস ইউনিয়নের আদমপুর সিএনজি স্ট্যান্ড থেকে আদর্শ সদর উপজেলার কালিরবাজার সিএনজি স্ট্যান্ড পর্যন্ত সিএনজি সার্ভিস উদ্বোধন অনুষ্টিত হয়েছে।সাকিব আল হেলাল।

আজ শুক্রবার(১ লা জানুয়ারী) বিকাল ৩.০০ ঘটিকার সময় সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের ধনুয়াখোলা বাজারের ফরিদ মার্কেটের সামনে সদরের ১নং কালির বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর আলী ও বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার ফিতা কেটে কালিরবাজার ভায়া ধনুয়াখোলা ও কালিরবাজার সিএনজি স্ট্যান্ডের উদ্বোধন করেন।

আদমপুর সিএনজি স্ট্যান্ডের কেরানী শরিফুল ইসলাম জানান,আদমপুর থেকে কালির বাজার ভায়া ধনুয়াখোলা ২৪ ঘন্টা ২০ সিএনজি চলবে।যার ভাড়া আদমপুর থেকে কালির বাজার ৩০ টাকা ও আদমপুর থেকে ধনুয়াখোলা ২০ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন,সদরের ১নং কালির বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর আলী,বরুড়ার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার,বুড়িচংয়ের ৭নং মোকাম ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুন্সী,কালির বাজার ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম,ধনুয়াখোলা গ্রামের সমাজ সেবক ফরিদ মিয়া,দঃজেলা যুবলীগ নেতা শাহীন আলম,ধনুয়াখোলা গ্রামের সমাজ সেবক মালেক,ধনুয়াখোলা এরশাদ ট্রাভেলসের স্বত্বাধিকারী মোঃএরশাদ মিয়া,খোশবাস উত্তর ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন,মোসলেম মেম্বার,ব্যাংকার জাহাঙ্গীর আলম,সিএনজি স্ট্যান্ডের কেরানী শরিফুল ইসলাম,ফয়েজ উদ্দিন,মোতালেব, হারুনসহ আরো অনেকে।

Close