তথ্য প্রযুক্তি

রাজধানীর বাজারে কমেছে শীতের সবজির দাম পাইকারিতে দর কমেছে ইলিশসহ অন্য মাছের, খুচরায় দাম বেশি

রাজধানীর বাজারে কমেছে শীতের সবজির দাম পাইকারিতে দর কমেছে ইলিশসহ অন্য মাছের, খুচরায় দাম বেশি।

রাজধানীর খুচরা বাজারে কমেছে শীতের সবজির দাম। পাইকারিতে দাম কমেছে ইলিশসহ অন্যান্য মাছের। তবে খুচরায় চড়া মাছের দর। দাম কমেছে ডিমেরও।আজমপুর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে ৪৫/৫০ টাকা পিস। বেগুন মানভেদে ৫০/৮০, পেঁপে ৪০, মুলা ৫০ টাকা কেজি।বিক্রেতারা বলছেন, দাম কমতে শুরু করেছে শীতের সবজির। খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। দাম কমেছে আমদানি পেঁয়াজেরও। খুচরায় দাম কমেছে ডিমের। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৯০ টাকায়।গেল সপ্তাহের চেয়ে পাইকারি বাজারে কিছুটা কমেছে ইলিশসহ অন্যান্য মাছের। পাইকারীতে ৫শ গ্রামের ইলিশ ৪৫০ টাকা, এক কেজি আকারের ইলিশ ৬৫০। কিছুটা বেড়ে রুই বিক্রি হচ্ছে ২৬০/৩৮০ টাকা কেজি। তবে খুচরায় বাড়তি দরে বিক্রি হচ্ছে এসব মাছ।

Close