খেলাধুলা

হারিস-নাসিমকে এশিয়া কাপে দেখা যাবে আর?

বৃষ্টি বাগড়ায় ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডেতে। আগের দিনে রোহিত শর্মা ও শুভমান গিল দারুণ সূচনা এনে দিয়েছিলেন। আর রিজার্ভ ডেতে ঝড় তুলেছেন বিরাট কোহলি ও কেএল রাহুল। তাতে এশিয়া কাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ভারত। তাতে ম্যাচ পাকিস্তানের জন্য হয়ে উঠেছিল বিষাদময়। ভারতের কাছে রেকর্ড ২২৯ রানে হেরেছে বাবর আজমের দল। বড় হারের পর বড় দুঃসংবাদও অপেক্ষা করছিল পাকিস্তানের জন্য

গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ আবার মাঠে গড়ালেও আর মাঠে নামতে পারেননি হারিস রউফ। পেশীতে চোট পাওয়ায় মাঠের বাইরেই কাটাতে হয়েছে তাকে। শুধু তাই নয়, এশিয়া কাপের এবারের আসরে দারুণ বল করা এই পেসারকে টুর্নামেন্টের বাকি সময়েও পাকিস্তান আর দলে পাবে কিনা তা নিয়েও আছে সন্দেহ।

শুধু রউফই নয়, ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন আরেক পেসার নাসিম শাহও। ভারতের বিপক্ষে গতকাল অস্বস্তি ছিল তারও। আগামী মাসেই ভারতের মাটিতে গড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে এই দুই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাবরের দল।

চোটে পড়া এই দুই পেসারের বদলিও ঠিক করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই রউফ ও নাসিমের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে দুই পেসার শাহনেওয়াজ ধানি ও জামান খানকে।

এক বিবৃতিতে পিসিবি এই দুই পেসারের বদলি হিসেবে নতুন পেসার দলে ডাকার বিষয়টি জানায়। সে বিবৃতিতে বলা হয়েছে, ব্যাকআপ হিসেবে শাহনেওয়াজ ধানি ও জামান খানকে ডাকা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে হারিস রউফ ও নাসিম শাহর অস্বস্তির জন্যই তায়ের অন্তর্ভূক্ত করা হচ্ছে। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রুফ ও নাসিম সাতদিনের জন্য ছিটকে যেতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছে পিসিবি, ‘দলের মেডিকেল প্যানেলের অধীনে রউফ ও নাসিম পর্যবেক্ষণে থাকবে। আগামী সাতদিন হয়ত মাঠের বাইরে থাকতে হতে পারে এই দুই পেসারকে। সে কারণে টিম ম্যানেজমেন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তাদের বিকল্পের জন্য আবেদন করবে।’
রোববার (১০ সেপ্টেম্বর) মাঠে গড়ায় ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি। কিন্তু সেদিন ভারতের ইনিংসের ২৪.১ ওভার পরেই বৃষ্টি নামে। ম্যাচ গড়ায় রিভার্ভ ডেতে। ম্যাচটিতে কোহলি ও রাহুলের জোরা সেঞ্চুরির পাশাপাশি অর্ধশতক হাঁকান রোহিত শর্ম আও শুভমান গিল। তাতে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। কোহলির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১২২ রান।

জবাবে ব্যাট করতে নেম এভারতীয় বোলারদের তোপের মুখে মাত্র ১২৮ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে দুদলের লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮ রান) হারের লজ্জায় পড়ে পাকিস্তান। এ ম্যাচে চোট পাওয়ায় ব্যাটিংয়ে নামেননি নাসিম শাহ ও হারিস রউফ।
Tags
Close