ফিচার

চান্দিনায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ ভ্রমণ

চান্দিনায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ ভ্রমণ

 

।। মো. আবদুল বাতেন।।

 

কুমিল্লার চান্দিনায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় বুধবার (১১ মার্চ) সকালে উদ্বুদ্ধকরণ ভ্রমণ কর্মসূচি পালিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চান্দিনার আয়োজনে নিমসার বাজারে অবস্থিত কৃষিপণ্য সংগ্রহ ও বাজারজাতরণ কেন্দ্র থেকে ওই ভ্রমণ শুরু হয়। এতে প্রকল্পের আওতায় ১১টি সিআইজির মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

 

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবীদ সুরজিত চন্দ্র দত্ত, চান্দিনা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোছা. আফরিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবীদ মোসা. আমেনা বেগম, সংশ্লিষ্ট ব্লকের এসএএও ইকবাল হোসেন, মো. ফখরুদ্দিন, আব্দুল কাদির জিলানী উপস্থিত ছিলেন। এতে সিআইজির সভাপতি ও সাধারণ সম্পাদক রিসোর্স স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

অনুষ্ঠানে সিআইজি সদস্যদেরকে ভ্যালু চেইন, সাপ্লাই চেইন, সিআইজ কার্যক্রমের মাধ্যমে উত্তম বাজার সংযোগ ও উন্নত বাজার ব্যবস্থার অনুপ্রবেশ, নিরাপদ খাদ্য উৎপাদন, সংযোগ ও সেবা গ্রহণের কার্যকারিতা ইত্যাদি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

Close