শিক্ষাঙ্গন

চান্দিনায় আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

চান্দিনায় আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার চান্দিনায় আনসার ও ভিডিপির বাষিক সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, শুভ্র চৌধুরী জেলা কমান্ডেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনি কুমিল্লা, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ও,সি) মো. আবুল ফয়সল, উপজেলা নির্বাচন অফিসার মো. জাসিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো. আবুল কালাম আজাদ।

উক্ত সমাবেশে স্বাগত বক্তৃতা করেন উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা জিয়াউল আবেদীন।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোসা. আয়েশা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, মাধাইয়া ইউনিয়নের দলনেতা মো. শহিদ উল্লাহ, বাতাঘাসী ইউনিয়নের দলনেত্রী আমেনা বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, সাংবাদিক রিপন আহমেদ ভূইয়া।
সমাবেশ শেষে উপজেলার ১৩টি ইউনিয়নের দলনেতা এবং দলনেত্রীকে বিশেষ অবদানের জন্য ২২ জনকে পুরস্কিত করা হয়।

Close